যে কারণে পুরুষের কিডনিতে পাথর জমে
Causes of kidney stones in men body
বিশ্বব্যাপী প্রায় ১১ শতাংশ পুরুষ ও ৬ শতাংশ মহিলা কিডনিতে পাথর সমস্যায় ভোগেন। গবেষনায় দেখা যায়, মহিলাদের তুলনায় পুরুষদের এ রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক বেশি। পুরুষরা মহিলাদের তুলনায় কম পানি পান করেন। তাই পুরুষরা বেশি ডিহাইড্রেশনে ভোগেন এবং যার ফলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা পুরুষের বেশি। এছাড়াও যেসব কারণে কিডনীতে পাথর জমেঃ
১। কম পানি পান করা
২। খাদ্যাভ্যাসের সমস্যা
৩। জীবনযাত্রায় অনিয়ম
৪। ক্যালসিয়াম অক্সালেট আছে এমন খাবার বেশি খেলে কিডনিতে পাথর জমার আশঙ্কা বাড়ে (যেমন- খেজুর, বেরি, কামরাঙার, পালং শাক, বিট, গাজর)
৫। ক্যালসিয়াম জমে এই রোগ হয় (পর্যাপ্ত পানি পান করলে কিডনি থেকে ক্যালসিয়াম অক্সালেট বের হয়ে যায়)
৬। মদ্যপান, অতিরিক্ত লবণ ও মসলাযুক্ত খাবার দীর্ঘদিন খেলে
For more content: http://displaybd.com/category/health-tips/